ডেস্ক নিউজ: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসলে নেমে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা মামাতো এবং ফুফাতো ভাই।
নিহতরা হলো- সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহীন আলীর ছেলে মো. হুসাইন (১১) এবং একই গ্রামের আবু তালেব আলীর ছেলে মারুফ হাসান (১৮)। হুসাইন বারঘরিয়া নীলকুঠি মাদ্রসার ৫ম শ্রেণির ছাত্র এবং মারুফ নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ঘাটে এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরী দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মায়ের সঙ্গে গোসল করতে যায় হুসাইন ও মারুফ। এ সময় তাদের পরিবারের লোকজন কাপড় কাঁচায় ব্যস্ত থাকে এবং তারা নদীর কিনারেই গোসল করছিলো। এ সময় হুসাইন নদীতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে মারুফও ডুবে যায়। মারুফের মা সাঁতার না জানায় তাদের শেষ রক্ষা করতে পারেনি। এমনকি মারুফ ও হুসাইন দু’জনেই সাঁতার জানতো না বলেও জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরি দলের সহায়তায় দুপুর ২টায় উদ্ধার কাজ শুরু করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং নদীর তীরে শত শত স্থানীয়রা ভিড় করে।
Leave a Reply