1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অবরোধের দ্বিতীয় দিনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার কেরানীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর পোড়াহাটিতে বিক্ষোভ মিছিল করে মালবাহী ট্রাক ভাঙচুর ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকায় ভোর রাতে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

সকাল ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পোড়াহাটি এলাকায়  গুলিস্তান-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে একটি পণ্যবাহী ট্রাক ভাঙচুর করে।

মিছিলে অংশ নেয় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি  স্বেচ্ছাসেবক দল, ঢাকা জেলা মহিলা দলের সদস্য ও নেতাকর্মীরা।

অপরদিকে ভোর সাড়ে চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাওঁ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১টি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সড়কে পুলিশী টহল অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অব্যাহত আছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews