কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার ঘাঁটার চর এলাকায় স্বাধীন পরিবহন নামে একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-১৬১১) এই আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেয়াশলাই দিয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশেপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, হরতালের শেষ ভাগে বিএনপি’র সমর্থকরা ঘাটার চরে একটি গাড়িতে আগুন দিয়েছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের সনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের আন্ডার পাসের পাশে থাকা একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
হরতালের দিন বিকাল চারটার দিকে বিএনপি’র শতাধিক নেতাকর্মী সমর্থকরা হরতালের সমর্থনে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ঢাকা নবাবগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে বাদাম গাছতলা এলাকা পর্যন্ত গিয়ে পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়।
অপরদিকে দুপুরের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল প্রতিরোধে শান্তি সমাবেশের লক্ষ্যে রাস্তায় মোটর বাইকে করে টহল দিতে দেখা গেছে।
Leave a Reply