1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মারিয়া ১৮ নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মারিয়া নওগার পত্নীতলা উপজেলার ঘোষপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। সে বড় বোনের সাথে কেরানীগঞ্জের মডেল টাউনে ভাড়া বাসায় থাকত এবং আজিমপুর গার্লস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকার বি ব্লকের ২নং গলির ১৯৩ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বড়বোন রহিমা জানান, স্বামী ও ছোট বোনকে নিয়ে মডেল টাউনে ভাড়া বাসায় থাকত। তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর তারা তিন মাস আগে সাবলেটে এই বাসায় ভাড়ায় উঠে। সে প্রতিদিন সকাল ৯ টায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোচিং করতে ফার্মগেট যায় এবং মারিয়া কলেজে যায়। কলেজ বন্ধ থাকায় আজ সকালে যাবার সময় বোনকে ঘুমে রেখে যায়। পরবর্তীতে দুপুরে আবার ভাত খেয়েছে কিনা এ নিয়ে মোবাইলে কথা হয়। পরে সন্ধ্যার সময় সাবলেটে থাকা লোকেরা জানায় তার বোন ঘরের ভেতর দরজা বন্ধ করে আছে। তারপর দ্রুত বাসায় এসে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রুমের দরজা ভেঙে দেখি আমার বোন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews