ডেস্ক নিউজ: মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার পর ভবনটি থেকে থেকে নামতে গিয়ে ৯ তলা থেকে পড়ে হাসনা হেনা(২৭) নামের এক নারী মারা গেছেন। তিনি ওই ভবনে থাকা রেস অনলাইন নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে তার মরদেহ রাখা আছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৮মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সামরিক বাহিনীর সদস্যরাও।
তাৎক্ষণিক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জন পুরুষ, দুইজন নারী রয়েছেন। আরও দুজন ১৩ তলায় আটকে পড়েন, যাদের একজনকে উদ্ধার করা হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, তাদের পাশাপাশি উদ্ধারকাজে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এনএসআই ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নিয়েছেন।
Leave a Reply