1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

আবহাওয়া অনুকূলে, দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অনুকূলে থাকায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বরিশালের সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় হামুন’র বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা।

এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এদিকে, ঘূর্ণিঝড় হামুন উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত কমিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস।

অপরদিকে, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড পর্যটন নগরী কক্সবাজার। ঝড়ে উড়ে গেছে গাছপালাসহ কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। গাছ ও দেয়াল চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ঝড়ে আহত ২৫ জনকে সদর হাসপাতালে আনা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews