1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

সাংবাদিককে হেনস্থা ও ক্যামেরা ভাংচুরে অভিযুক্ত পুলিশের বিচার দাবিতে প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে গত ১৮ অক্টোবর বুধবার  বাংলা টিভির প্রতিনিধি আরিফুল ইসলামের উপর পুলিশী হেনস্থা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে অভিযুক্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনে ও তার সহযোগীদের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
সোমবার সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তারা প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার মধ্যে ইন্সপেক্টর আনোয়ার হোসেনের প্রত্যাহার ও বিভাগীয় শাস্তির দাবি জানান। অন্যথায় পুলিশের সকল নিউজ বর্জন ও আরো কঠোর কর্মসূচি গ্ৰহনের ঘোষণা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান খান

এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, এইচ এম আমিন, মোহাম্মদ ইউসুফ আলী, আলতাফ হোসেন মিন্টু, ইকবাল হোসেন রতন,  আবু জাফর, নাসির উদ্দিন লিটন, মোঃ মাসুদ রানা, মোঃ জহিরুল ইসলাম, মোস্তাক আহমেদসহ কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তেজিত অবস্থায় পুলিশ সদস্য আনোয়ার হোসেন

এর আগে গত ১৮ অক্টোবর সকালে বিএনপির সমাবেশ চলাকালীন সময়ে পুলিশ কর্তৃক যাত্রী তল্লাশির ভিডিও ধারণ করার সময় বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলামের ক্যামেরা কেড়ে নেয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আনোয়ার হোসেন ও তার সহযোগীরা। সে ঘটনায় স্থানীয় সাংবাদিকরা হেনস্থার প্রতিবাদে ঘটনাস্থলে এসে রাস্তা অবরোধ করলে পরবর্তীতে পুলিশের উর্ধ্বতন  কর্মকর্তারা এসে অভিযুক্ত পুলিশ আনোয়ারের প্রত্যাহার ও উপযুক্ত বিচারের আশ্বাস দিলেও পাঁচদিনেও তাকে প্রত্যাহার করেনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews