1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন কেরানীগঞ্জে উপজেলা পরিষদ।
(১৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু। এ ছাড়া উপস্থিত ছিলেন রুহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক নৃপেন বর্মন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শেখর চন্দ্রদাস সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

কেরানীগঞ্জ উপজেলার দুই থানায় মোট ১৫৬ টি পূজা মন্ডপে রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ১৭ হাজার টাকা ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর নিজস্ব তত্ত্বাবধানে এ সকল সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews