1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক সেনা প্রধান কেএমএ শফিউল্লাহ মারা গেছেন মোংলায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা তাপমাত্রা কমে বাড়বে শীত জানালো আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পরই ৫০০ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত কবে বাড়বে শীতের প্রভাব, জানালো আবহাওয়া অধিদপ্তর বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবেনাঃ আমান কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না: ডিএমপি সালমান এফ রহমান এর ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সারজিস আলম

কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই খনন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কেরানীগঞ্জ প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষে নামফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ

পানি উন্নয়ন বোর্ডে কর্তৃক প্রায় ১৭শ কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পুনঃ খনন ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে বুড়িগঙ্গা নদীর পাড়ে শুভাঢ্যা তেলঘাট এলাকায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের সভাপতিত্বে শুধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ সময় মন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত জোট শুভাঢ্যা খালের উপর জোড়পূর্বক মার্কেট নির্মাণসহ অনেক জায়গা দখল করে ফেলেছে। দখলদার মুক্ত করে খালের নাব্যতা ফিরিয়ে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। নদীপথে চলাচল শুরু হলে রাস্তার চাপ অনেক অংশে কমে যাবে। মাওয়া রাস্তার বিকল্প হিসেবে যাতে মানুষ এই খাল দিয়ে চলাচল করতে পারে এবং সদরঘাটের খুব সহজেই আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের কল্যাণই এ প্রকল্পের মুল উদ্দেশ্যে।
তিনি আরো জানান, এখন প্রথম ধাপের কাজ শুরু হচ্ছে। পুরো প্রকল্প শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারাদেশে ৮০টি প্রকল্পের মাধ্যমে মোট ৪৩০টি নদী খাল ও জলাশয় খনন কাজের উদ্বোধন করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews