খেলা ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এমন হারে খেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। যদিও পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপ থেকে ওয়ানডে বিশ্বকাপে অদ্যবধি ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি।
শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের দেয়া ১৯২ রানের টার্গেট ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে যায়। এতে করে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
ভারতের কাছে এমন হারের পর সাবেকরা ক্ষুব্ধ হলেও খুব একটা বিচলিত নন বর্তমান অধিনায়ক বাবর আজম। অন্তত ম্যাচ শেষে তার আচরণ তাই বলছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর সেই দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্বাক্ষর করা জার্সি নিচ্ছেন বাবর। এমনটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেটি দেখেই ক্ষিপ্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সুইং অব সুলতান ওয়াসিম আকরাম।
খেলাধুলা বিষয়ক টিভি চ্যানেল এ স্পোর্টসের একজন বিশেষজ্ঞ ওয়াসিম। সেখানে বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘প্যাভিলিয়নে’ একজন পাকিস্তানি সাপোর্টার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ওয়াসিম বলেন, এটি ব্যক্তিগত বিষয় হওয়া উচিত ছিল এবং খোলা মাঠে এটি করা উচিত হয়নি। তার যদি শার্ট নিতেই হতো তবে সেটি গোপনে বা ড্রেসিংরুমে নিতে পারত।
অনুষ্ঠানে ওয়াসিম পাকিস্তানের ব্যাটিং অর্ডারে আরও উন্নতি করার পরামর্শও দেন। তিনি বলেন, পাকিস্তানের মিডল অর্ডার খুবই বাজে। তারা যেন স্পিন বল খেলতেই জানে না। ভারতীয় বোলারদের কাছ থেকে আমাদের শেখা উচিত, বুমরাহ দারুন।
কোহলির কাছ থেকে স্বাক্ষর করা জার্সি নেয়াটা আকরামের পছন্দ না হলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখার পর অবশ্য বাবর প্রশংসা পাচ্ছেন ভারতীয় সমর্থকদের কাছ থেকে। বরাবরই বাবর কোহলিকে বড় ভাই বলে সম্বোধন করেন। তিনি সবসময়ই বলেন আমি কোহলির কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তাই বাবর-কোহলিকে একে অপরের ভক্তই বলা চলে। কিন্তু সেরার মানদণ্ডে কে সেরা এমন প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে ক্রিকেট ভক্তরা। সেরার প্রশ্নে সমর্থকদের মধ্যে বৈরিতা থাকলেও দুই ক্রিকেটারের মধ্যে সেই মনোভাব নেই। উল্টো সুযোগ পেলে একে অপরকে প্রশংসায় ভাসাতেই ভালোবাসেন।
Leave a Reply