1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আবারও শক্তিশালী ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্পের আঘাত। তবে তাৎক্ষণিক এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্কাই নিউজের

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গত সপ্তাহে যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছিল সেই একই অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমি থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত সপ্তাহে আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ২৫০০ এর অধিক মানুষ নিহত হয়।

গত বুধবার এই অঞ্চলে দ্বিতীয়বারের মতো ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৮০ জনের বেশি মানুষ আহত হয়।

হেরাতের পূর্বাঞ্চলে ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সাথে। এই শহরটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনে করা হয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, হেরাত প্রদেশের রাজধানী হেরাত শহরে ১৯ লাখ মানুষ বসবাস করেন।

এর আগে গত সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর তিনটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

কর্মকর্তাদের মতে, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসন জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews