কেরানীগঞ্জ (ঢাকা): বাসর ঘরের পাশেই দাফন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র নব বিবাহিত অর্ক হোসেন অংশুমানের মরদেহ।
কেরানীগঞ্জের রুহিতপুরের নিজ বাড়িতে বৌভাতের দিন মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় বর অর্ক হোসেন (২৩) নিহত হন। শনিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্কের বাবা সাংস্কৃতিক কর্মী নাসিম হোসেন অপু। দাদা প্রয়াত ভাষা সৈনিক এমদাদ হোসেন। বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুর কাঁচা এলাকায়।
এর আগে শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) অর্কের বিয়ে হয়। কনে প্রতিবেশী প্রবাসী আরিফ হোসেনের কন্যা আরেফিনা। শনিবার বৌভাত অনুষ্ঠানের জন্য বেলা ১২ টার দিকে অর্ক একাই মোটরসাইকেল নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি দোকানে যায় বিয়ের শেরওয়ানি আনতে। শেরওয়ানি নিয়ে মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। দুপুর ২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় পৌছলে একটি মাহেন্দ্র গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। অর্ক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় বুকে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মর্মান্তিক দুর্ঘটনার খবরে মুহূর্তেই বিয়ে বাড়ি পরিণত হয় বিষাদের সাগরে। অর্কর বাসর ঘরে সাজানো হয়েছিল। আর সে বাসার ঘরের পাশেই তার জন্য খোড়া হয় কবর। এমন পরিস্থিতিতে বাড়ীতে আসা আত্নীয় স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। রাত বারোটার দিকে স্থানীয় ঈদগাঁও মাঠে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় অর্কর মরদেহ।
Leave a Reply