আন্তর্জাতিক ডেস্ক: জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক সংকটের মুখে গাজা উপত্যকায় একটি মানবিক করিডোর তৈরির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১০ অক্টোবর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব সংস্থাটির মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, ডব্লিউএইচও সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে… জনগণের কাছে গুরুতর চিকিৎসা সরবরাহের জন্য একটি মানবিক করিডোর প্রয়োজন।` ডব্লিউএইচও বলে, ভয়াবহ হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় ১৩টি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে শেষ হয়ে গেছে। খবর আল জাজিরা।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও দুপক্ষের মধ্যে লড়াই চলছে। দুই পক্ষের হতাহতের সংখ্যা বেড়েই চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় ১৪০ শিশুসহ নিহত হয়েছে সাত শতাধিক। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯ শত ছাড়িয়েছে।
হাসপাতালগুলো উপচে পড়েছে আহত মানুষে। এমন পরিস্থিতিতে সেখানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক সংকট দেখা দিয়েছে। এতে আহতদেরকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় হাসপাতালগুলোর জন্য জরুরি মেডিকেল সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে নিরাপদ করিডোর উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। একই দাবি জানিয়েছে গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
Leave a Reply