কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে স্বামীকে স্ত্রী তালাক দেয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী রাজু। তবে মৃত্যু না হওয়ায় আত্মহত্যা চেষ্টার অপরাধে স্বামীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তরগাঁও তাঁতী বাজার গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তরগাঁও তাতী বাজার গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রাজু মিয়া (৩৫) ও তার স্ত্রী মোছা. নিপা খানম (৩০) স্থানীয় একটি বেসরকারী বহুজাত পণ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানে কাজ করে। পারিবারিক নানা অশান্তির কারণে নিপা প্রায় দেড় মাস আগে রাজুকে ডিভোর্স দেয়। অপরদিকে, স্ত্রী’র দেওয়া তালাক মেনে নিতে পারেনি রাজু। অবশেষে নিপার দেয়া তালাকের পর গত মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে রাজু তার কর্মস্থলেই ব্লেড দিয়ে গলা,বুকসহ নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাঁত করে আত্মহত্যার চেষ্টা করে। পরে রাজুর সহকর্মীরা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ দ্রুত ছুঁটে গিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত রাজুকে আটক করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল করিম বাদী হয়ে রাজুর বিরুদ্ধে ৩০৯ ধারায় একটি মামলা (মামলা নং ৭(১০)২৩) করেন।
কালীগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল করিম জানান, প্রাণ আরএফএল কোম্পানীর প্রোডাকশন মেশিন অপারেটর রাজু ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে আত্মহত্যার চেষ্টা করায় তাকে আটক করি। সম্প্রতি তার স্ত্রী তাকে তালাক দেয়। পারিবারিক অশান্তির কারণে ইতিপূর্বেও আসামী রাজু কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আত্মহত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর আসামী রাজুকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply