1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জের অটোচালক সাগর হত্যা মামলার আসামি রুবেল গ্রেপ্তার ভারতের কাছে হেরে বাংলাদেশের পথচলা শেষ পুলিশের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা প্রধান কেএমএ শফিউল্লাহ মারা গেছেন মোংলায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা তাপমাত্রা কমে বাড়বে শীত জানালো আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পরই ৫০০ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত কবে বাড়বে শীতের প্রভাব, জানালো আবহাওয়া অধিদপ্তর বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবেনাঃ আমান

ম্যানেজিং কমিটির জোগসাজশে জমি বিক্রির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে আটিপাঁচদোনা এলাকায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যোগসাজশে স্কুলের জমি আত্মসাৎ করে বিক্রির চেষ্টা করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার মডেল থানার শাক্তা ইউনিয়নের আটি খোলামোড়া নুরন্ডির মোড়ে সড়কের দু’পাশে স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা, স্কুলের জমি দখল করে ব্যক্তি স্বার্থে যাতে বিক্রি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে ২৪ বছর ধরে অবৈধভাবে দখল করে থাকা স্কুলের ম্যানেজিং কমিটির অপসারণ দাবি করে স্থানীয়দের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন অভিযোগ করে জানান, রোজিনা বেগম নামে এক নারী নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের জন্য বরাদ্দ ২১০ শতাংশ জায়গার মধ্যে ২৩ শতাংশের জায়গার মালিকানা দাবি করে সিনিয়র সহকারী জজ-১ম আদালতে ২০০৭ সালে একটি নোটিশি মামলা দায়ের করেন। দীর্ঘ কয়েক বছর শুনানি শেষে দুই পক্ষের আইনজীবির উপস্থিতিতে ২০১৯ সালে পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে মামলাটি খারিজ করে দেন আদালত। পরবর্তীতে মামলার বাদি রোজিনা বেগম অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল দায়ের করলে অতিরিক্ত জেলা জজ আদালত ২০২৩ সালের এপ্রিল মাসে আপিলটি খারিজ করে পূর্বের রায় বহাল রাখেন। আদালতের রায়ে হেরে গিয়ে রোজিনা বেগম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর, সদস্য সালাউদ্দিন, কামাল উদ্দিন সহ স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর যোগসাজশে জায়গাটি দখল করার পায়তারা করছে।

মানববন্ধনে স্থানীয়দের মধ্যে- মোহাম্মদ আলী জিন্নাহ, হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, হাজী জসিম উদ্দিন, মহম্মদ সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, মোঃ আবুল কাশেম সহ স্থানীয় মুরুব্বিরা অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন ও সরকারের কাছে জায়গাটি দখলমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন। মানববন্ধন শেষে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্থানীয় কয়েক শতাধিক লোক একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাঁচদোনা থেকে শুরু করে নুরন্ডি মোড় ঘুরে খোলামোড়া গিয়ে শেষ হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফুর মুঠো ফোনে বলেন, কাগজপত্র অনুযায়ী রোজিনা বেগম ২৩ শতাংশ জমির মালিক। সে তার জমি ভোগ দখল করলে স্কুল কমিটির কোন আপত্তি নেই, এবং স্কুল কমিটি এতে কোন বাধা প্রদান করবে না।

News desk/ online

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews