1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

পরকিয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ২০২২ সালে  পরকীয়ার জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকের সাথে মিলে হাতুড়ি পেটা করে হত্যা মামলার পলাতক আসামি উর্মি আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি উর্মি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় যে, ভিকটিম মারুফের স্ত্রী উর্মির সঙ্গে ইমরানের দীর্ঘ দিনের অবৈধ সম্পর্ক ছিল। তারা একে অপরকে লুকিয়ে বিয়ে করার জন্য চেষ্টা করে। এতে বাঁধা হয়ে দাঁড়ায় উর্মির স্বামী মারুফ। আর এই বাঁধাকে সড়িয়ে ফেলার জন্য উর্মি ও ইমরান মিলে উর্মির স্বামী মারুফকে হত্যার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ২০২১সালের গত ২১ মে  রাতে মারুফকে কৌশলে বাইরে নিয়ে গিয়ে মদপান করান ইমরান। এরপর রাত আনুমানিক ২ টার ঘটিকার সময় ঘরে ফেরেন মারুফ। এসময় মারুফকে তার স্ত্রী উর্মি ট্যাংয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান। এতে মারুফ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে উর্মি পূর্বপরিকল্পনা অনুযায়ী মারুফকে হত্যার জন্য তার প্রেমিক ইমরানকে খবর দেন।

এরপর ঐদিন সকাল ৬ টার দিকে ইমরান এসে মারুফের ঘরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পর উর্মি ও ইমরান দুজনে মিলে তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক শক্ত হাতুড়ি দিয়ে মারুফের মাথায় সজোরে আঘাত করে। যার ফলে মারুফ ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। উক্ত ঘটনার পর উর্মি ও ইমরান হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও রক্তমাখা জামাকাপড় পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে দুজনই ঘটনাস্থল হতে পালিয়ে যায়।  হত্যাকাণ্ডের পর মৃত মারুফের পরিবারের লোকজন বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মারুফের স্ত্রী উর্মি ও উর্মির পরকিয়া প্রেমিক ইমরানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলার ভিত্তিতে পুলিশ উর্মি ও ইমরানকে গ্রেফতার করে। পরবর্তীতে উর্মি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

সে ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ পলাতক আসামি উর্মিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্বামীকে নৃসংশভাবে হত্যা মামলায়  দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি উর্মি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে দক্ষিন কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews