নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় জ্বালাও, পোড়াও রাজনীতি করেছে, বিরোধী দলে থাকা অবস্থায়ও ধ্বংসাত্মক রাজনীতি করেছে, এখনও করছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বিএনপি’র এই ধ্বংসাত্মক রাজনীতি এ দেশে মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এ জন্যই দেশের মানুষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকেই নির্বাচনে জয়ী করতে হবে।
শাজাহান খান আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আনসার সদস্যরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পেছনে আনসার সদস্যদের অনেক অবদান রয়েছে। আপনারা দেশের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আগামী সংসদ নির্বাচনেও আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে জেলা সরকারি সমন্বিত অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। সমাবেশে জেলার দক্ষ আনসার সদস্যদের মধ্যে সেলাই মেশিন, বাই সাইকেল, ছাতা বিতরণ করা হয়।
Leave a Reply