ফেনি (ফুলগাজী): ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদার নিচে চাপা পড়ে মর্মান্তিক ভাবে মারা যাওয়া মা ও দুই ছেলের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধর্মপুরে এলাকায় একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে খড়ের গাদার নিচে চাপা পড়েন বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫), তাদের দুই ছেলে শাহিদ (৫) ও সিয়াম (২) । পরে তাদের পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিহত সুমি আক্তার (৩৫) সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply