কেরানীগঞ্জ (ঢাকা) : আমরা আন্দোলন এবং দুর্বার আন্দোলন গড়ে তুলব আর এজন্য এই সমাবেশ, আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি করবো এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিকেলে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দলটির জিনজিরা কার্যালয়ে সামনে সরকারের পদত্যাগ ও পার্লামেন্ট বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
আব্বাস বলেন, আওয়ামীলীগ সরকার বার বারই বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আমিও বলি সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তবে কোন সংবিধান যে সংবিধান বিচারক খালিদ হাফেজ মিথ্যা রায়ে সংশোধন করেছে সে সংবিধান নয়। ১৯৯৬ সালে যে সংবিধান দিয়ে আপনারা নির্বাচন করেছিলেন সে সংবিধানের মাধ্যমে নির্বাচন হবে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন।
Leave a Reply