কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধে আটক সুরুত আলী গাজী(৭২) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত সুরুত আলী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার তারানীপুর এলাকার মৃত শের আলী গাজীর ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন ৬ষ্ঠ তলা ৬০২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারাধীন হাজতি ছিল। গত ২সেপ্টেম্বর বিকেলে সে কারাগারে কিডনী জটিলতায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পাঠানো হলে, প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । মৃতের লাশ মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট
Leave a Reply