কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক বেলুনে গ্যাস ভরারসময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত ও তার স্ত্রী ভানু বেগম গুরুতর আহত হয়েছে।
এক কন্যা সন্তানের জনক সোহাগ পেশায় একজন গ্যাস বেলুন বিক্রেতা। সে শেরপুরের নকলা থানাধীন দুধের চর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া মানিকনগর এলাকায় সিরাজ সরকারের বাসায় ভাড়ায় বসবাস করত।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় নিজ ঘরের ভেতর বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ঘরের ভেতর বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ তার বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটের ভেতর থেকে নাড়ি—ভুড়ি বেরিয়ে এসে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট
Leave a Reply