নাটোর (জেলা) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের জিগরী উচ্চ বিদ্যালয়েল টিউবয়েলের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
অসুস্থ ওই শিক্ষার্থী উপজেলার ক্ষিদ্র মালঞ্চি এলাকার আরিফুল ইসলামের মেয়ে ইসরাত এবং রুবেল আলীর মেয়ে রহিমা। তারা দুজনেই ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থী ইসরাত জাহান মেঘলা ও রহিমা জানান, পিপাসা লাগলে আমরা দুই বান্ধবী মিলে বিদ্যালয়ের টিউবওয়েল চেপে পানি পান করি। পরে বোতলে পানি নিতে নিতে গেলে লক্ষ করে পানির ভিন্ন রং এবং পানির সাথে কিছু একটা বের হচ্ছে। তারপর তাদের পেটে ব্যথা অনুভব করতে লাগলে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, বিষয়টি জানার পর এক জন সহকারী শিক্ষকা তাদের সঙ্গে দিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পাঠানো হয়েছে। বর্তমানে তারা সুস্থ্য রয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহ বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ নিশাত তাছনিম বলেন, বেলা ১১ টার দিকে দুজন স্কুল শিক্ষার্থী পেটে ব্যথা ও বুক জ্বালা নিয়ে হাসপাতালে আসেন। বর্ণনা শুনে বিষক্রিয়া সন্দেহে তাদের হাসপাতালে বিদ্যামান চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপ সহকারী জনস্বাস্থ্য প্রকোশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পানির বর্ণ ও গন্ধ দেখে প্রাথমিক ভাবে কীটনাশক বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খাঁন বলেন, ঘটনাটি আমরা শুনে বিদ্যালয় পরিদর্শন করেছি। এখনও অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক/
Leave a Reply