প্রযুক্তি ডেস্ক: ১ সেপ্টেম্বর ২০০১সালে দেশে মোবাইল ইন্টারনেট চালু
ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রটোকল বা ওয়াপ ব্যবহার করে বাংলাদেশে প্রথম মোবাইল ইন্টারনেট সেবা চালু করে গ্রামীণফোন। ফোন থেকে ই-মেইল ও ওয়েবসাইট দেখা যেত এই ওয়াপ সেবার মাধ্যমে। গ্রামীণফোনের পর ১৩ সেপ্টেম্বর থেকে অধুনালুপ্ত মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান সিটিসেলও ওয়াপভিত্তিক ইন্টারনেট সেবা চালু করে।
মুঠোফোনভিত্তিক ওয়াপ চালু করার কারিগরি সহায়তা দিয়েছিল দেশি প্রতিষ্ঠান ইনফোরেভ লিমিটেড। ইনফোরেভের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মুজতবা সাত্তার প্রথম আলোকে বলেন, তারহীন যন্ত্রে ইন্টারনেট ব্যবহারের জন্য তখন ওয়াপ বেশ জনপ্রিয় ছিল। ওয়াপ সাইটগুলো ছিল হালকা, তখন মুঠোফোনের শক্তিও ছিল কম। সিমবায়ান অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ওয়াপ ব্যবহার করা যেত। এর মাধ্যমে ই-মেইলও করা যেত।
Leave a Reply