1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অপ-প্রচারের প্রতিবাদে কেরানীগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন হবে: নাহিদ ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান ইফতারে মুড়িমাখায় জিলাপি-বুন্দিয়া মেশানো স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর  তিন দফা কমানোর পর এবার দাম বাড়লো বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুইজন আহত চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রোববার থেকে রোজা

বদলির আদেশ পাওয়ার পর থানার এসি, টেলিভিশন, আইপিএস খুলে নিলেন ওসি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বদলির আদেশ পাওয়ার পর থানার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, আইপিএস ও সোফাসেট নিজের দাবি করে খুলে নিয়ে গেছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে থানার পুলিশ সদস্য উদয় ও বহিরাগত আরিফ এবং ভ্যানচালকের সহায়তায় থানার জিনিষপত্রগুলো খোলা হয়। এরপর সেগুলো থানা হতে ভ্যানযোগে ওসির কোয়াটারে নেয়া হয়।
এভাবে থানার জিনিষগুলো খুলে নেয়ার ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এদিকে থানার সৌন্দর্য বর্ধনের জন্য যারা জিনিষগুলো উপহার দিয়েছেন তারা বিরূপ মন্তব্য করেছেন।

জানা গেছে, গত ২৪ আগস্ট জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সই করা আদেশে জেলার চার থানার ওসিকে বদলি করা হয়। এরমধ্যে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বদলির আদেশ পাওয়া অন্য ওসিরা হলেন- মধুপুর থানার ওসি মাজাহারুল আমীন, গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম।

বদলির আদেশ পেয়েই শুক্রবার (২৫ আগস্ট) রাতে জিনিসপত্র খুলতে শুরু করেন ফরিদুল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, জিনিষপত্র ব্যক্তিগত কাউকে দেয়া হয় না। থানায় যে ওসি আসবে সেই ব্যবহার করবে এজন্যই জিনিষপত্রগুলো কেনার জন্য টাকা দেয়া হয়েছে। এতো নিচু মন মানসিকতার ওসি সেটা জানা ছিল না।

থানার পুলিশ সদস্য উদয় বলেন, ওসি স্যারের নির্দেশে জিনিষপত্রগুলো খুলে নেয়া হয়েছে। এরপর সেগুলো ভ্যানযোগে ওসির কোয়াটারে রাখা হয়েছে।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুরান মণ্ডল বলেন, থানার সৌন্দর্য বর্ধন ও থানার যেই ওসি আসুক তারা যেন সুবিধাটা ভোগ করতে পারে সেজন্য বালু মহালের টাকা দিয়ে জিনিষপত্রগুলো দেয়া হয়েছে থানার স্বার্থে কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। শুনেছি তিনি সেগুলো খুলে নিয়ে যাচ্ছেন এটা ঠিক না। তাকে ব্যক্তিগতভাবে দেয়া হয়নি তার চেয়ারটাকে সম্মান করে দেয়া হয়েছে।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, ওসির টাকায় কেনা জিনিষপত্র হলে তো সে নিতেই পারে। এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

বদলি হওয়া ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেগুলো থানা হতে খোলা হয়েছে সেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। সুতরাং সেগুলো আমি নিতেই পারি।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, কারো অনুদানের টাকায় কিনে থাকলে সেগুলো ওসি নিতে পারেন না। যদি ব্যক্তিগত টাকায় কেনা হয় তাহলে নিতে পারবেন। যদিও এই বিষয়ে কিছুই জানি না।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews