কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে চরাইল খেলার মাঠে কেরানীগঞ্জ মডেল থানা কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ ই আগস্ট নিহতদের স্মৃতিচারণ করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের মনোনয়ন প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করেন।
কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রানা খোকনের সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারক,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রনি মডেল থানা মৎসজীবি লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply