কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলা শহীদদের স্মরনে দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মামুনের আয়োজনে মুক্তিরবাগ এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিল্পব, যুবলীগ সভাপতি মনির হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply