নিজস্ব প্রতিবেদক: ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে ধারনা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার সময় সেতুতে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এ বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, যে সেতুটি ধসে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীকে সংযুক্ত করার জন্য ভারতীয় রেলওয়ের একটি প্রকল্পের অংশ। কয়েক বছর ধরে এটি নির্মাণাধীন রয়েছে। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আমরা এখনও দুর্ঘটনার পিছনের কারণ নিশ্চিত করতে পারিনি।
Leave a Reply