1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অপ-প্রচারের প্রতিবাদে কেরানীগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন হবে: নাহিদ ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান ইফতারে মুড়িমাখায় জিলাপি-বুন্দিয়া মেশানো স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর  তিন দফা কমানোর পর এবার দাম বাড়লো বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুইজন আহত চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রোববার থেকে রোজা

সাঈদীর মৃত্যু নিয়ে স্ট্যাটাস পুলিশ কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করেছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পরিদর্শক খাইরুল ইসলাম। বিষয়টি নজরে আসায় তাকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে আদালত পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

এর আগে গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই খাইরুল ইসলাম শোক জানিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন’। তার এই পোস্টে অনেকে কমেন্টও করেছেন।

আরএমপির সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, খাইরুলের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ইউনিট নিশ্চিত হয়েছেন তারই আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়। ফলে গতকাল বুধবার দুপুরেই প্রতিবেদন দাখিল করে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃংখলা পরিপন্থী ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে বিষয়ে অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তর থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক জানান, ফেসবুকে খাইরুলের পোস্ট দেওয়ার ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। সেখান থেকেই তাকে বদলির নির্দেশ আসে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews