1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে শয়নকক্ষ থেকে  লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে নিজে ঘরের শয়নকক্ষ থেকে সদরুল আলম (৪৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত সদরুল আলম রংপুরের মিঠাপুকুর থানার শেখর পাড়া গ্রামের বনিজ উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল বর্তমানে। এক বছর যাবত শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় ভাড়ায় বসবাস করত।
রবিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা আরশিনগর এলাকার সুলতানা রাজিয়া কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজের পাশের গলির ইউনুস মিয়ার বাড়ির চতুর্থ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পার্শ্ববর্তী ফ্লাটের ভাড়াটিয়া মোহাম্মদ মনির হোসেন জানান, সে প্রায় এক বছর যাবত ঐ বাড়িতে ভাড়া বসবাস করতেন। তিনি একাই ফ্লাটে বসবাস করলেও মাঝেমধ্যে তার পরিবারের লোকজন এখানে বেড়াতে আসতো। আজ সকালে তার ফ্লাটের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে দরজা ধাক্কা দিলে ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে বাড়ির মালিক ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায়, রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পরে আছে। এরপর পুলিশে খবর দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে সিআইডির ক্রাইম সিন সদস্যরা আলামত সংগ্রহ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews