নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং থানার হত্যা মামলার পলাতক ৫ আসামিকে রাজশাহীর বেলপুকুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান গতকাল ১১ আগস্ট সাড়ে তিনটায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সহযোগীতায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আসামিদের মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মামলা নং- ০৪/১৬৯, তারিখ-০৯/০৮/২০২৩ ইং ধারা- ১৪৩/৩২৩/৪৪৭/৩৭৯/৫০৬ পেনাল কোডে মামলা রয়েছে। সে মামলার এজাহারভুক্ত পলাতক ৫ জন আসামি শান্তনা (২৩), পিতার নাম সামচু সরদার, হামিদা (২০), পিতার নাম সামচু সরদার, রাজন সরদার (২৭), পিতার নাম জহের সরদার, রকি (২৫), পিতার নাম মৃত আয়নাল, ও সামচু সরদার (৬০), পিতার নাম দেনমৃত নাদু সরদার গ্রেফতার করে। গ্ৰেফতারকৃত সকলের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
গ্ৰেফতারকৃত আসামিরা হত্যা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা মামলার পর থেকে রাজশাহীর বেলপুকুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply