1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন হবে: নাহিদ ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান ইফতারে মুড়িমাখায় জিলাপি-বুন্দিয়া মেশানো স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর  তিন দফা কমানোর পর এবার দাম বাড়লো বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুইজন আহত চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রোববার থেকে রোজা সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে শনিবার রোজা শুরু

কেরানীগঞ্জে ম্যানহোলের ঢাকনা চুরি , যানবাহন চলাচলে বিঘ্ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর কেরানীগঞ্জে ম্যানহোলের (সুয়ারেজের ড্রেন) ঢাকনা না থাকায় বামনশুর থেকে দেওয়ান বাড়ি হয়ে নরন্ডী সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন অন্তত কয়েক হাজার অটোরিকশা,ব্যক্তিগত যানবাহন ও ভারী মালবাহী গাড়ি চলাচল করে। এলাকার বাসিন্দারা জানায়, বিষয়টি বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানানো হলেও কোন সুফল মেলেনি, প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সরোজমিনে গিয়ে দেখা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বামনশুর- নরন্ডী সড়কটি খুবই পরিচ্ছন্ন, চারিদিকে গাছপালা বেষ্টিত অপরূপ পরিবেশ।বামনশুর থেকে দেওয়ান বাড়ির দিকে আসার সময় মাত্র ২০০ মিটার রাস্তায় আরসিসি ঢালাইয়ের উপর ১২টি ম্যানহোল রয়েছে। এরমধ্যে ৮টি ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গেছে। এর ফলে প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা।বিশেষ করে রাতের বেলায় সড়ক বাতি না থাকায় দুর্ঘটনা বেশি ঘটছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আফসার জানান, বছর দুয়েক আগে এই রাস্তার ঢালাই কাজ শেষ হয়েছে। রাস্তাটি চালু হওয়ার পরপরই  একটি ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যায়। একটি ঢাকনা না থাকায় তখনও মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটতো। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে জানানো হয়েছে তবে কোন সুফল মেলেনি। আর এখন একটি একটি করে চুরি হতে হতে বেশিরভাগ ঢাকনাই চুরি হয়ে গেছে। প্রায়ই অটোরিক্সার চাকা ম্যানহোলের গর্তে পড়ে মানুষ জন আহত হচ্ছে।

আটিবাজার পাচদোনা এলাকার বাসিন্দা খোকন মিয়া জানান,কয়েকদিন আগে আমার বড় ভাই সিরাজ মিয়াকে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার সময় রিক্সার চাকা ম্যানহোলের গর্তে পড়ে ড্রাইভার সহ তিনজনই আহত হয়েছি। ড্রাইভারের বাঁ হাতটি ভেঙে গেছে। পরে অন্য একটি রিকশায় করে ড্রাইভারকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি উদ্বোধনের পর থেকে কয়েকবার একটি দুটি ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে। চুরি হওয়ার পর পরই তা পুনরায় লাগানো হয়েছে। এই রাস্তা দিয়ে দিনে রাতে অনেক ভারি মালামাল নিয়ে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করে। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে ম্যানহোলের ঢাকনা ভেঙ্গে যায়। বর্তমানে লোহার দাম বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গা টুকরোগুলো নেশাগ্রস্ত ছেলেরা চুরি করে নিয়ে যায়। তবে এতগুলো ম্যানহোলের ঢাকনা একসাথে নেই, বিষয়টি আমি মাত্রই জানলাম। জনস্বার্থে দ্রুতই এগুলো পুনরায় লাগানো সহ আর যাতে পুনরায় চুরি না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews