1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর ৭ যুবক নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্ক: সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ট্রলারডুবে নরসিংদীর ৭ যুবক নিখোঁজ নিখোজ হয়েছেন। সম্প্রতি দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবে এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১১ আগস্ট) রাতে নিখোঁজের খবর বাড়িতে পৌঁছালে তাদের বাড়িতে আহাজারি শুরু হয়। নিখোঁজ প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দার।

 

পরিচয় পাওয়া নিখোঁজ ৭ যুবক হলেন, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫), কামাল হেসেন (৩৪), ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশীদ রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১) ।

 

নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, নিখোঁজরা ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলাল কান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকিন হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) উক্ত দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ৫-৬ মাস আগে দেশ ছাড়েন। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮টায় ডিঙ্গি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন, কিন্তু ৪০ মিনিট পর ডিঙ্গি নৌকা ডুবে যায়।

তিনি আরও বলেন, জাকিরের তত্ত্বাবধানে ২০ জনের মধ্যে ১২ জন ফিরে আসলেও ৭ জন নিখোঁজ রয়ে যায়। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারকে জানালে তিনি আমাদের জানান। এর মধ্য আমার ভাইও নিখোঁজ।

এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে দুলালকান্দি গ্রামের বর্তমান ইউপি সদস্য মিলন মেম্বার জানান, নিখোজের খবর পেয়ে দালাল জাকিরের সঙ্গে যোগাযোগ করি। তখন অন্য একজন রিসিভ করে আমাকে জানান, জাকির হোসেনের আন্ডারে ২০ জনের মধ্যে ১২ জন উদ্ধার হলে ও ৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো.তানভীর আহমেদ বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা বলেন, নিখোঁজের পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী ও বৈদেশি কর্মসংস্থানে যোগাযোগ করার চেষ্টা করছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews