1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

কেরানীগঞ্জে পেট্রোল দিয়ে আগুন, পুড়ে ছাই ২ অটোরিকশা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ২টি ব্যাটারীচালিত অটোরিকশায় পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অটোরিকশা দুটি পুড়ে ছাই হয়ে গেছে। রিকশা দুটিতে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগিয়ে দুবৃর্ত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা নবাবগঞ্জ সড়কের নেকরোজবাগ এলাকায় ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল এলাকায় এঘটনা ঘটে। আগুন লাগার পর চালকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অটোরিকশা দু’টি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অটোরিকশা দুটিকে থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নেকরোজবাগে পুড়ে যাওয়া রিকশার চালক মো হেলাল বলেন, ‘আমি রিকশা থামিয়ে প্রসাব করার জন্য রাস্তার পাশে যাই হঠাৎ করে মুখোশ পরা কয়েকজন লোক এসে চিৎকার দিয়ে বলে সৈনিক জিয়া, এরপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দৌড়ে পালিয়ে যায়। আমি গরীব মানুষ ভাড়ায় রিকশা চালাই। এখন এই রিকশার দাম আমি কেমনে দিমু।’

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশে হয়তো একটি মহল এমন কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যে বা যারা এঘটনা ঘটিয়ে থাকুকনা কেনো আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো।

কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফয়সল বিন করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকালে উপজেলার দু’টি স্থানে দু’টি ব্যাটারী চালিত অটোরিকশায় আগুন লেগে পুড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যাস্থা নেয়া হচ্ছে।

https://fb.watch/m4_QO417dz/

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews