অনলাইন ডেস্ক: নাম তার টোকো। বাড়ি জাপানে। তবে এটি তার আসল নাম নয়। কুকুর হয়ে এ নাম রেখেছেন তিনি। যতক্ষণ কুকুর হিসেবে থাকেন, ততক্ষণ সেই নামেই তাকে ডাকা হয়।
১২ হাজার পাউন্ড খরচ করতে হয়েছে কুকুর হতে। বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। পরেছেন কুকুরের সব কস্টিউম। জাপানি ওই ব্যক্তি বলেন, ‘আমি প্রাণী হতে চাই।’
একের পর এক জানাচ্ছেন অভিজ্ঞতা। সম্প্রতি জানালেন, তাঁর পালিত কুকুরের সঙ্গে ঘুমাতে গেলে সেই কুকুর তাঁকে সহজভাবে নিচ্ছে না।
Leave a Reply