কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে ১২ লক্ষ টাকা মুল্যমানের চল্লিশ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী চৌরাস্তা এলাকা থেকে গাড়িতে করে মাদক পরিবহনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply