1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

ঢাকায় বিএনপি’র দ্বিতীয় দিনের পদযাত্রা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

অনলাইনে ডেস্ক: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি। বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড ও রামপুরা টিভি ভবন হয়ে পদযাত্রাটি যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। জানা যায়, পদযাত্রাটি রামপুরা ব্রিজে পৌঁছানোর পর তাতে অংশ নেবেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৯ জুলাই) দুপুরের দিকে রামপুরা ব্রিজের পাশে বনশ্রী সড়কের প্রবেশমুখে দেখা যায়, বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দেখা গেছে পুলিশের ওয়াটার ক্যানন এপিসি গাড়ি।

সরকার পতনের এক দফা দাবি আদায়ের দাবিতে বেলা সোয়া ১১টার দিকে আব্দুল্লাহপুর থেকে এ পদযাত্রা শুরু হয়। দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ পদযাত্রা শুরু করে।

বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে পদযাত্রাটি শেষ হওয়ার কথা রয়েছে।

বিএনপির দুদিনব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন ছিলো গতকাল মঙ্গলবার। ওইদিন দলটির নেতাকর্মীরা গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেবের বাজার পর্যন্ত পদযাত্রা করে।

নিউজ সূত্র: চ্যানেল২৪

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews