1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

কেরানীগঞ্জে গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাকাতি, কোটি টাকার পন্য লুট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে  ঈদের ছুটিতে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকায় নাইট গার্ডদের আটকে প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। এ সময় ঐ ফ্যাক্টরির প্রসেনজিৎ নামে এক নাইটগার্ড ডকাতের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় আজ (সোমবার) দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
রবিবার(২ জুলাই )মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া শুটকিরটেক নিশানবাড়ী এলাকায় অ্যাপেজ গ্লোবাল লিমিটেড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যবহৃত রেইনকোট, শীতকালীন জ্যাকেট ও কম্বল তৈরি করা হতো।
মামলার এজাহারে জানা যায়, গতকাল রবিবার রাত সাড়ে বারোটার দিকে নাইটগার্ড প্রসেনজিৎ মেইনগেট বন্ধ করার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪-৫ জনের একটি ডাকাত দল প্রথমে তাকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে আরো ৮-১০ জন ডাকাত তাদের সাথে যোগ দিয়ে ভেতরে থাকা নাইটগার্ড রাব্বি ও প্রতিষ্ঠানটির ম্যানেজার সিদ্দিকুর রহমানকে হাত-পা বেঁধে মুখে কালোটেপ লাগিয়ে কিল ঘুষিতে আহত করে। এরপর ডাকাত দল ফ্যাক্টরির ভিতরে রক্ষিত ৪০০ পিস কম্বল যার অনুমান মূল্য  ৭,১০,৮০০ টাকা, কাটিং ফেব্রিক্স  ২৯২৫ মিটার অনুমান মূল্য ৮,৯৭,৫০০ টাকা,  রেইনকোট ফেব্রিক্স ২১৫০০ মিটার মূল্য অনুমান ৬৪,৫০,০০০  টাকা, মেস কাপড় ২৫০ কেজি অনুমান মূল্য ১,৫০,০০০ টাকা, কম্পিউটার, স্ট্যান্ড ফ্যানসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অজ্ঞাতনামা ১৪-১৫ জন আসামি করে আজ(সোমবার ) একটি ডাকাতি মামলা (মামলা নাম্বার  ০৪, ধারা – ৩৯৫/৩৯৭ পেনাল কোড) দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।
টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews