কেরানীগঞ্জ (ঢাকা):ঢাকার কেরানীগঞ্জে শরীয়তপুর পরিবহন বাসের ধাক্কায় লিয়াকত আলী(৪৫) নামে এক অটোরিক্সার যাত্রী নিহত ও এ ঘটনায় নিহতের শ্যালক বাচ্চু মিয়া ও রিক্সা চালক আহত হয়েছে। নিহত লিয়াকত আলী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি এলাকার আক্কেল আলীর ছেলে।
শনিবার(১লা জুলাই ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মাঠেরকোনা এলাকায় ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইউ টার্ন করার সময় বিপরীত দিক থেকে শরীয়তপুর পরিবহনের(ঢাকা মেট্রো-ব-১৫-৯২৭৩) দ্রুতগামী বাসটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে চালকসহ দুই যাত্রী ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলীকে মৃত ঘোষণা করে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জামান জানান, দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে সকালে পোস্তগোলা সেতুতে ভিভিআইপি ডিউটিরত অবস্থায় ট্রাফিক পুলিশ সদস্য এএসআই মোঃ বাচ্চু মিয়াকে প্রাইভেটকার ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো।
সিনিয়র করেসপন্ডেন্ট/বুড়িগঙ্গা টিভি
Leave a Reply