কেরানীগঞ্জ (ঢাকা) : রাত পোহালেই ঈদ। রাজধানী ঢাকা ছেড়ে এবারের ঈদ যাত্রায় দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি যাচ্ছে। রাজধানী থেকে ঢাকা মাওয়া মহাসড়ক বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রার অন্যতম দুটি পথ হল পোস্তগোলা সেতু ও দ্বিতীয় বুড়িগঙ্গা বা বাবুবাজার সেতু। তবে এ দুটি সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের অংশে বিশেষ করে বাবুবাজার সেতুর দক্ষিণ প্রান্তে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া অপরিকল্পিতভাবে তৈরি করা দক্ষিণাঞ্চলগামী বাস কাউন্টার থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। তবে জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কোন প্রকার যানজট না থাকায় দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে যানবাহনগুলো। ঈদ উপলক্ষে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় কিছুটা গাড়ির চাপ থাকলেও কোন প্রকার যানজট দেখা যায়নি। এদিকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকায় অনেকেই মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়িতে ফিরতে দেখা গেছে।
Leave a Reply