1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

ফরিদপুরের এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ড্রাইভারও মারা গেলেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চালক মারা গেছেন। আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফরিদপুরে অগ্নিদগ্ধ অ্যাম্বুলেন্সচালক মৃদুল মালো (২৫) মারা গেছেন।

ঢামেক সূত্রে জানা যায়, আজ দুপুর ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মৃদুলকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছিল। পথেই মৃতুল মারা যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ইসিজির করে মৃদুলের মৃত্যু নিশ্চিত করা হয়। স্বজনরা মৃত্যু নিশ্চিত জেনে হাসপাতালে ভর্তি না করেই একই অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে ফিরে যান।

এর আগে ওই ঘটনায় অ্যাম্বুলেন্সে সব যাত্রী মারা যান। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঠ কুমড়া গ্রামের তাসলিমা বেগম (৫০), তার মেয়ে কমলা বেগম (৩০) ও বিউটি বেগম (২৬), তসলিমার নাতি-নাতনি আরিফ (১২), হাসিব (১০), হাফসা (১) ও মেহেদী (১২)। কমলা বেগমের ছেলে আরিফ ও হাসিব এবং মেয়ে হাফসা। আর বিউটি বেগমের ছেলে মেহেদী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews