1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

একদিনে তিন আসামির মৃত্যু ঢাকা কেন্দ্রীয় কারাগারে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ বিডিআর বিদ্রোহ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ এক দিনে তিন কয়েদির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃতরা হলো আঃ ওয়াদুদ (৫২),রাসেল (৩৪) ও মাসুম মাতুব্বর ওরফে মাসুম (৪২)।
এদের মধ্যে আঃ ওয়াদুদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকার নুরুল আমিনের ছেলে। সে বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছর দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিল। অস্বাভাবিক রক্তচাপ, ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ  রোগের চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা যায়।
এছাড়া শনিবার সকালে মারামারি মামলায় আটক শরীয়তপুরের নড়িয়া আনন্দময়ী বেপারি গ্ৰামের আব্দুল আজিজ মিয়ার ছেলে  রাসেল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পর সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভোলা সদর থানাধীন চাপ্তা মাতুব্বর বাড়ী এলাকার কাঞ্চন মাতুব্বরের ছেলে মাসুম মাতুব্বর ওরফে মাসুম শনিবার ভোর সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোহাম্মদ ওয়াদুদ ১৬জুন থেকে ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মাসুম ১৯জুন উন্নত চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে রেফার্ড হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছিল। এছাড়া মৃত রাসেল আগে থেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কারাগারে আটক ছিল। মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/ টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews