দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রগামী পাঁচটি আধুনিক জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট এবং একটি ভাসমান ক্রেন।
বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জাহাজগুলোর কমিশনিং করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সব বাধা উপেক্ষা করে বাংলাদেশ এখন উন্নয়নের পথে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সম্পদের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কোস্টগার্ডকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।’
শেখ হাসিনা জানিয়েছেন, গত ১৪ বছরে কোস্টগার্ডের বহরে সংযুক্ত হয়েছে ১৫৪টি আধুনিক নৌযান। ২০৪১ সালের মধ্যে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ণ একটি স্মার্ট বাহিনী হবে কোস্টগার্ড।
এসব নৌযান বহরে যুক্ত হলে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের ‘অপারেশনাল’ কার্যক্রম বেগবান হবে।
ইনসোর প্যাট্রল ভেসেল বিসিজিএস জয় বাংলা এবং বিসিজিএস অপূর্ব বাংলা নামের জাহাজ দু’টি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। আর খুলনা শিপইয়ার্ড নির্মাণ করেছে টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এবং ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি নামের তিনটি জাহাজ।
জাহাজগুলো উচ্চ গতি সম্পন্ন, যা ২৫ নটিকেল মাইল বেগে ঘন্টায় চলতে পারবে। জাহাজগুলোতে রয়েছে, অত্যাধুনিক সেন্সর, সার্ভেইলেন্স রাডার ও নেভিগেশনাল ইকুইপমেন্ট। ইনশোর পেট্রোল ভেসেল দুটিতে স্বংয়ক্রিয় কামান রয়েছে ৩টি করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।
Leave a Reply