কেরানীগঞ্জ (ঢাকা): বিএনপি এবার নির্বাচনে না এলে কর্মীরাই গণধোলাই দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি। গণতান্ত্রিক দল যারা করে তাদের গনতান্ত্রিক আচরণ নির্বাচনে আসতে হবে। তা না হলে কর্মীরাই তাদেরকে মারধর করবে।
কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন,বিএনপি নির্বাচনে না এলেও সাংবিধানিকভাবে নির্বাচন হয়ে যাবে। সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি তাতে নির্বাচন থেমে থাকেনি জনগণ ঠিকই সাড়া দিয়েছে।
কামরুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রধানমন্ত্রী শক্তহাতে মোকাবেলা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে সারা বিশ্বের অবস্থাই খারাপ। তবে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক ভালো রয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি বর্তমানে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে।
তাদের নেত্রী বর্তমানে জেলখানায় যে মামলায় রয়েছে তা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই। তাদের নেতা তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার খেয়ে পঙ্গু হয়ে হুইলচেয়ারে করে বিদেশে পালিয়ে গেছে। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। তাদের সাথে কোন আলোচনা সুযোগ নেই।
সভায় হাজী সোলায়মান জামান এর সভাপতিত্বে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল খান বারকু, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য শিলা ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ অন্যরা।
Leave a Reply