1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

রাজ পরিমনির বিচ্ছেদের খবর কি ভূয়া?

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে—চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার ভেঙে যাচ্ছে। এরই মাঝে রোববার (০৪ জুন) রাতে সাড়ে ৮টার দিকে জানালেন, পরী ও তিনি আলাদা থাকছেন। একই সঙ্গে ছবি ও ভিডিও ফাঁস নিয়ে জানালেন নতুন তথ্য।

এদিন দেশের একটি সংবাদমাধ্যমের লাইভে এসে এ কথা বলেন শরিফুল রাজ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ও পরী সেপারেশন (আলাদা) আছি। আর এ বিষয় নিয়ে আমি দ্বিতীয়বার ভাবতে চাই না।

এর আগে গত ২৯ মে মাঝ রাতে হঠাৎ শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কয়েকটি ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। যা প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। এমনকি চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অভিনেতার সংসার ভাঙার গুঞ্জনও উঠে।

রোববার (৪ জুন) রাতে শুরুতেই এ ব্যাপারে শরিফুল রাজ জানান, তার আইডি থেকে যেসব ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। বলেন, আমি জানি না। তবে আমার আইডি হ্যাকও হয়নি।
এ ব্যাপারে তিনি আরও বলেন, আমার আইডি যদি হ্যাকও হয়ে থাকে তাহলে যারা হ্যাক করেছে, তারা এসব আপলোড করার পর আবার আমাকে আইডি ফেরত দিয়েছে।

নায়কের এ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করা হয় তাকে। জানতে চাওয়া হয়, তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা। শরিফুল রাজ বলেন, আমার ফেসবুকের পাসওয়ার্ড নেয়ার মতো মানুষ রয়েছে। তবে কার কাছে আমার ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে সেই নাম বলতে চাই না।

প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews