কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নে সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় রাজাবাড়ি শাহী মসজিদ থেকে পশ্চিম মূখী সড়ক নামাবাড়ি পর্যন্ত এ কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
সোমবার (২৯ মে) বিকেলে বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি শাহী মসজিদ নামাবাড়ি এলাকার সড়কের সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ ।
মতবিনিময় সভায় শাহীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিতে আহ্বান জানান তিনি। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত সকলের কাছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর জন্য দোয়া চান।
বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিলানী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ বাবুল হোসেন, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশকর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এম অহিদুল হক,কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ সিরাজুল ইসলাম,আহসান উল্লাহ,শরীফ দেওয়ান, সিকান্দার হোসেন, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জামাল, কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি সামিনা হক সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরাও এসময় উপস্থিত ছিলেন।
https://fb.watch/kQy0Yj-JJF/?mibextid=Nif5oz
সিনিয়র করেসপন্ডেন্ট/বুড়িগঙ্গা টিভি
Leave a Reply