1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন হাইকোর্টের ৩ বিচারপতি সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গ্রেপ্তার চাঁদাবাজির প্রতিবাদ করায় কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর উপর হামলা কেরানীগঞ্জে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণ পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন কেরানীগঞ্জের জাকির আহমেদ। ১৯৮৯সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত এ সংগঠন।
গত ১৩ মে (শনিবার) শিশু কিশোর পরিষদের দপ্তর সম্পাদক সজল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে এক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটিতে চারজনকে সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেয়া হয়। তারমধ্যে ঢাকা বিভাগে জাকির আহমেদ, চট্টগ্রাম বিভাগে আব্দুল্লাহ আল মামুন নিশাত, সিলেট বিভাগে মিজানুর রহমান (মিয়াভাই), মেঘনা বিভাগে জুবায়ের আলম হীরা।
এ বিষয়ে জাকির আহমেদ বলেন, এই সংগঠন আমার প্রাণের স্পন্দন। ছোটবেলা অর্থাৎ স্কুল জীবন থেকে ২৭ বছর ধরেই আমি এই সংগঠনে আছি। এই সংগঠন আমার জীবনের প্রথম সংগঠন। এই সংগঠনটি আসলে একটি শিক্ষনীয় সংগঠন। আমরা কিভাবে মানুষের সেবা করব, ক্রীড়া সাংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া যায়। একজন আদর্শবান নেতা হতে হলে কি কি গুণাবলী থাকা দরকার এই সংগঠন থেকেই জানা ও শেখা যায়। আসলেই আমি এই সংগঠনকে ওউন করি। এই সংগঠনে প্রথমে আমি সদস্য হিসেবে কাজ শুরু করি এরপর কেরানীগঞ্জ উপজেলার সভাপতি, তারপর ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এর দায়িত্বে ছিলাম। এখন আমাকে কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে ধন্যবাদ জানাই। জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা এবং জননেতা নসরুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত একমাত্র সংগঠন।
সিনিয়র করেসপন্ডেন্ট/বুড়িগঙ্গা টিভি 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews