কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী ওয়াসীম হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল আসামি জাহাঙ্গীর আলম(৪৫) কে দীর্ঘ ৮ বছর পরে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) আজ বৃহস্পতিবার বিকালে র্যাব-১০ এর সদর দপ্তর দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি জানান।
এখানে দেখুন:https://fb.watch/ksMSsAYxQG/
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, নিহত ব্যবসায়ী ওয়াসিম ও গ্রেপ্তারকৃত আসামি জাহাঙ্গীর আলম পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৫ সালের ৪ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় শরীফ মিয়ার টিন সেটের বাড়ির ২য় তলার একটি রুমে ভাড়াটিয়া খুনির মাধ্যমে ব্যবসায়ী ওয়াসিমকে সেখানে ডেকে এনে হাত পা বেঁধে নির্মমভাবে গলা কেটে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৫), মোহাম্মদ আব্দুল বাতেন(৩৮), মোঃ পলক রহমান (১৯), মোহাম্মদ পাপ্পু (১৯) ও মোঃ সজিব (১৬)কে আসামি করে একটি মামলা করা হয়।
গত ২০১৬ সালের ৭ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাদের ৫জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ পত্র দাখিল করেন। পরে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য এবং আসামি পলক রহমান ও সজীবের স্বীকারোক্তিতে উল্লেখিত ৫ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গত ২০২২সালের ২ ফেব্রুয়ারি তারিখে বিজ্ঞ আদালত মোঃ জাহাঙ্গীর আলম, আঃ বাতেন, পলক রহমান ও পাপ্পু’দেরকে ওয়াসিম হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
ফরিদ উদ্দিন আহমেদ আরও জানান, আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও পাপ্পু দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ব্যবসায়ী ওয়াসিম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
এনিয়ে ৪ আসামীর ৩ জন ই আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্ৰেপ্তার হয়ে জেলখানায় বন্দী আছে বলেও জানান তিনি।
Leave a Reply