1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: সম্মেলনের ১৪ মাস পরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন ও নসরুল হামিদ বিপু (এমপি) কে সাধারণ সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ স্বাক্ষরিত ৭ মে শনিবার এ কমিটি দেয়া হয়। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মাস্টার সহ ২৭ জনকে উপদেষ্টা রাখা হয়েছে। সহ-সভাপতি হাজী ইকবাল হোসেন (চেয়ারম্যান) সহ ৯জন। যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মৃধা, হারুন অর রশিদ পিন্টু, হাজী মোঃ রনি। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনুপ কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী মৃধা, তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ফরিদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এমন অহিদুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অলিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার, যুব ও ক্রীড়া সম্পাদক নাসরিন পপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন , শ্রম সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক আমান উল্লাহ মন্টু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জুনায়েদ সরোয়ার, সোহেল রেজা। সহ দপ্তর সম্পাদক লুৎফর রহমান সেলিম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ হাজী আসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও ম ই মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews