1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর পশ্চিম পাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেয়ার গত ২৯ এপ্রিল মনির নামের এক যুবক হত্যার অভিযোগে মামলা হলেও সে হত্যায় জড়িত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা দোলেশ্বর কলেজ রোডে পরিবারের স্বজনও স্থানীয় ২ শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। এসময় হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে নিহতের স্ত্রী হালিমা বেগম ও তার ৪ বছরের কন্যা সন্তান ও নিহতের ভাই ইমান আলী সহ মাবনবন্ধনে অংশগ্রহন করে হত্যার বিচার দাবী করেন। নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘আমার এই ছোট শিশুটিকে নিয়ে কোথায় দাড়াবো, দেখার মত কেউ নাই। সে সারাক্ষণ বাবা বাবা বলে কান্না করছে। আমার এই শিশুটিকে নিয়ে এখন কিভাবে বাঁচবো। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের উপযুক্ত বিচারের দাবী জানাই।’ নিহতের ভাই ও মামলার বাদী ইমান আলী বলেন, “আমরা গরীব মানুষ, তাই আমার মা ও বোন হাসপাতালের মধ্যে একটি পরিত্যাক্ত রুমে থাকে। সেখানে গিয়ে প্রতিদিন স্থানীয় খালেক ও তার ভাতিজা রোহিত মাদক সেবন করত। মাদক সেবনে আমার ভাই মনির বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা মিলে আমার ভাইকে খুন করেছে। আমি খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, গত ২৯ এপ্রিল দোলেশ^ও এলাকায় মারামারির ঘটনায় মনির নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় ১ এপ্রিল তার বড়ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মনির হত্যাকান্ডে যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews