ক্রীড়া ডেক্স: এক ওভারে সর্বোচ্চ কত রান করা সম্ভব? আন্তর্জাতিক ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান এসেছে দুইবার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ ছক্কায় ৩৬ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে একই রান করেছিলেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাও। টেস্টের ১ ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড মূলত একজন বোলারের। ২০২২ সালে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে নেন ভারতের জাসপ্রিত বুমরাহ।
টি-টোয়েন্টিতেও এক ওভারে ওয়ানডের মতোই সর্বোচ্চ ৩৬ রান এসেছে। এই মাইলফলকও দুইবার অর্জিত হয়েছে। ২০০৭ সালে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে পিটিয়েই এক ওভারে ৩৬ রান তুলেছিলেন ভারতের যুবরাজ সিং। তার সেই ইনিংসে ছিল ৬টি ছক্কা। আর ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে এক ওভারে ৩৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড। কিন্তু কেউ যদি বলে এক ওভারে ৪৬ রান হয়েছে, সেটি কি বিশ্বাসযোগ্য?
এমনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে একটি টি-টোয়েন্টি ম্যাচে। কুয়েতে কেসিসি ফ্রেন্ডস মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ম্যাচটি ছিল এনসিএম ইনভেস্টমেন্ট এবং ট্যালি সিসির মধ্যে। ৪৬ রানের সেই ওভার করেন ট্যালির খেলোয়াড় হারম্যান। তার প্রথম ডেলিভারিটিই হয় নো বল। সেই বলে ছক্কা হাঁকান এনসিএমের ভাসু। এরপর প্রথম বলে বাই থেকে আসে চার রান। পরের পাঁচ বলে আসে পাঁচটি ছক্কা। এই পাঁচ বলের মধ্যে ছিল একটি নো বল। ওভারের শেষ বলে আসে চার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
আইপিএলে এক ওভারে সর্বোচ্চ ৩৭ রানের রেকর্ড আছে দুইবার। ২০১১ সালে কোচি তুস্কার্সের বোলার পি পরমেশ্বরন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩৭ রান দেন। এরপর ২০২১ সালে চেন্নাইয়ের বিপক্ষে একই রান দেন ব্যাঙ্গালোরের হার্শাল প্যাটে।
Leave a Reply